দেশ

কাশ্মীরে বন্ধ ট্রেন চলাচল

মঙ্গলবার কাশ্মীর উপত্যকায় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেল। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘কাশ্মীর উপত্যকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভেবে বানিহাল–বারামুল্লা রুটে মঙ্গলবার সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।’‌ কিন্তু কিসের আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত তা অবশ্য খোলসা করে জানানো হয়নি। অথচ কাশ্মীর ক্রমাগত স্বাভাবিক হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
এদিন জেকেএলএফ নেতা মকবুল ভাটের মৃত্যুবার্ষিকী। তাই আইনশৃঙ্খলার অবনতি হতে পারে আশঙ্কা করে ট্রেন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বানিহাল–বারামুল্লা রুট প্রায় সমগ্র কাশ্মীর উপত্যকাকে অতিক্রম করে। প্রত্যেকদিন প্রায় ২০ হাজার মানুষ এই ট্রেন পরিষেবা ব্যবহার করেন। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ১০০ দিন পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল। ২৬ নভেন্বর থেকে ফের ট্রেন চলাচল শুরু হয় কাশ্মীর উপত্যকায়। তখন প্রশাসনের পক্ষ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর বলে ঢাক বাজানো হয়। তারপর ফের এই ট্রেন বন্ধ স্বাভাবিক ছন্দ নিয়ে প্রশ্ন তুলে দিল। সাধারণতন্ত্র দিবসের দিনও ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।‌