জম্মু ও কাশ্মীর এবং লাদাখ– নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মানচিত্র প্রকাশ করেছে ভারত। তার ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই মানচিত্র ভুল ও আইনগত দিক থেকে অবৈধ। তার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে।
ইসলামবাদের যুক্তি, ওই রাজনৈতিক মানচিত্রে গিলগিট বালতিস্তানের একাংশ এবং আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওই রাজনৈতিক মানচিত্র রাষ্ট্রপুঞ্জের মানচিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই তাকে প্রত্যাখ্যান করছে পাকিস্তান।
পাকিস্তান জানিয়ে দিয়েছে, ভারত সরকারের এই ধরনের কর্মকাণ্ড অধিকৃত জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিতে পারবে না। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব মাফিক কাশ্মীরের বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়ার বৈধ লড়াইয়ে পাশে থাকবে পাকিস্তান।
গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে ভারত সরকার। ৩১ অক্টোবর থেকে রাজ্যের বদলে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পুনর্বিন্যাস করা হবে ওই এলাকার। একটি হবে জম্মু ও কাশ্মীর, অন্যটি হবে লাদাখ। ভারত এবং পাকিস্তান দু’পক্ষই এই ব্যাপারে বিদেশি রাষ্ট্রপ্রধানদের পাশে পেতে চাইছেন।
