কালীপুজোর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকার। সঙ্গে থাকবেন তাঁর স্ত্রীও। রাজভবনের পক্ষ থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল নিজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী ২৯ অক্টোবর ভাইফোঁটার দিন, তাঁর বাড়ি যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু উত্তরবঙ্গ সফর থেকে ফিরে রাজ্যপাল জগদীপ ধনকার ও তাঁর স্ত্রী সুদেশ ধনকারকে কালীপুজোর দিন তাঁর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার পরই রাজভবন সূত্রে জানানো হয়, আনন্দের সঙ্গে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজ্যপাল।
এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী রাজ্য–রাজ্যপাল সংঘাতে ইতি পড়ল? তবে সবমিলিয়ে বলার অপেক্ষা রাখে না, চিঠি মারফত দু’পক্ষই সৌজন্য বিনিময় করেছেন। বহু বছর ধরেই থেকে নিজের বাড়িতে পুজো করেন নেত্রী। উপস্থিত থাকেন সমস্ত মন্ত্রীরাই। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সেই কালীপুজোয় উপস্থিত থাকবেন রাজ্যপালও। এই সৌজন্যে সংঘাতের পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা এখন সেটাই দেখার।
উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে ৫০ বছরের বেশি সময় ধরে বর্তমান মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে প্রতি বছর হয় এই কালীপুজো। সেখান এসেছেন অনেকেই, এবারও আসবেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল সস্ত্রীক রাজ্যপালের আগমন। কারণ তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীর সমালোচনাও করেছিলেন। আর রাজ্যের মন্ত্রীরাও তাঁকে এক ইঞ্চি ছেড়ে কথা বলেননি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পুজোতে রাজ্যপাল নিঃসন্দেহে রাজনৈতিক ব্রেক–থ্রু বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।