বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে গোটা রাজ্যে। চিন্তিত হয়ে পড়েছেন পুজো উদ্যোক্তা–বাজি বিক্রেতারা। আকাশ কালো করে রয়েছে সকাল থেকেই। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দুর্গাপুজোর মতো কালীপুজো এবং দেওয়ালির দিন কি বৃষ্টি হবে? তবে আলোর উৎসব নির্বিঘ্নেই কাটবে বলে আশার বাণী শোনাল আবহাওয়া দপ্তর। কালীপুজো ও দীপাবলিতে মূলত পরিষ্কার থাকবে আকাশ। রবিবার অর্থাৎ কালীপুজোর দিন থেকে উত্তরবঙ্গেও আকাশ পরিস্কার থাকবে। তার আগে পর্যন্ত অবশ্য বৃষ্টির পূর্বাভাস থাকছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দু’দিন বৃষ্টি হলেও কালীপুজো এবং দেওয়ালিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। ২৪ এবং ২৫ অক্টোবর বৃষ্টি হবে রাজ্যে। তবে ২৬ তারিখ থেকে পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। আর ২৭ তারিখ অর্থাৎ কালীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। আজ কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। এমনকী ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস।
শনিবার থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে আসবে। রবিবার শুকনো থাকার সম্ভাবনা বেশি। পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ শক্তি সঞ্চয় করে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে। তার জেরেই এই বৃষ্টিপাত।