বিনোদন

কার জন্য ভেঙেছিল শাহিদ-করিনার প্রেম?

তারকা জুটি শাহিদ কাপুর ও করিনা কাপুরের সম্পর্ক বলিউডের আলোচিত প্রেম কাহিনিগুলোর অন্যতম। একসময় তাদের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়েছে। কিন্তু আরেক অভিনেতার জন্য শাহিদ-করিনার প্রেম ভেঙে গিয়েছিল।

২০০৪ সালে ‘ফিদা’ ছবির শুটিং সেট থেকে শাহিদ-করিনার প্রেমের সূত্রপাত হয়েছিল। টানা তিন বছর জমিয়ে প্রেম করেন তারা। শাহিদের কথাতেই ২০০৭ সালে তার সঙ্গে ‘জব উই মেট’ ছবিটি করতে রাজি হয়েছিলেন করিনা। ওই ছবিতে দুই তারকার রসায়ন এতটাই জমেছিল যে, সুপারডুপার হিট হয়েছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘জব উই মেট’। কিন্তু এর পরের বছর অর্থাৎ ২০০৮ সাল থেকে শাহিদ-করিনার সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে। কারণ ওই সময় শাহিদের কাছে লুকিয়ে নাকি বর্তমান স্বামী সাইফ আালি খানের সঙ্গে প্রেম সাগরে ভাসছিলেন করিনা। ২০০৮ সালে সাইফের সঙ্গে ‘তাসান’ ছবির শুটিং করছিলেন নায়িকা। তখন থেকেই নবাব-পূত্রের প্রতি তার ভালোলাগা।

সাইফের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক শাহিদ কাপুর মেনে নিতে পারেননি। সাইফের সঙ্গে সম্পর্কে আঁচ পেয়ে করিনার সঙ্গে ব্রেকআপ করেন শাহিদ কাপুর। সে কারণেই প্রচলিত রয়েছে, করিনার জীবনে সাইফের আগমনেই শাহিদ দূরে সরে গিয়েছিলেন। তবে তাদের সম্পর্ক ভাঙা নিয়ে দুই তারকা কখনোই পরিষ্কার কিছু বলেননি।

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার পর টানা চার বছর প্রেম করে ২০১২ সালে সাইফকে বিয়ে করে করিনা। অন্যদিকে শাহিদ কাপুরের জীবনও থেমে থাকেনি। ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করে তিনিও সংসারী হন। শাহিদের জীবনে করিনার শূন্যতা যে মীরা রাজপুত ভালো ভাবেই পূরণ করে দিয়েছেন, তা তাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট দেখলেই বোঝা যায়।