ছিল কলকাতা বন্দর। বদলে হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে নাম বদলের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর বলে কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০তম বর্ষের অনুষ্ঠানে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ‘দেশে শিল্পায়নের প্রণেতা’ হিসেবে এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আখ্যা দিয়ে মোদী বলেছেন, তাঁর পরামর্শকে উপযুক্ত গুরুত্ব দেওয়া হয়নি।
এদিন তিনি আরও জানান, কলকাতা বিমানবন্দরের সঙ্গে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারকেও যুক্ত করা হবে। পোর্টের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। তাঁর কথায়, পোর্ট শুধু জাহাজ আসা যাওয়া করে না, এখানে অনেক ইতিহাস রয়েছে। সত্যাগ্রহ থেকে সচ্ছাগ্রহ দেখেছে। ভারতের আত্মনিভর্তার প্রতীক এই পোর্ট। নিউ ইন্ডিয়ার প্রতীক বানাতে হবে এই বন্দরকে।
পশ্চিমবঙ্গের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কী কী করছে এবং কী কী করতে চায়, অনুষ্ঠানে তাও বিশদে তুলে ধরেন মোদী। রাজ্যের সরকারই রাজ্যের উন্নয়নে বাধা দিচ্ছে— এমন ইঙ্গিতও প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে দেন নিজের ভাষণে। পরিবহনের সমস্ত ফ্রেম ওয়ার্ক আধুনিক করায় জোর দেওয়া হচ্ছে। জলশক্তির মাধ্যমে নর্থ–ইষ্ট নেটওয়ার্ক যুক্ত করা হবে। গঙ্গাতে বড় জাহাজ চলতে পারে এমন ব্যবস্থাও করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দাবি, পোর্ট ডেভেলপমেন্ট হলে পর্যটনেও বিকাশ হবে। ক্রুজ পর্যটন করা হবে। ৩২ একর জমিতে পর্যটনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাহাজের সংখ্যা ১৫০ থেকে বাড়িয়ে ১৫০০ করা হবে।
