টাকার বৃষ্টিতে শহরে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হঠাৎ করেই বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বহুতল থেকে পড়তে শুরু করে টাকা। ২০০০, ৫০০ এবং ১০০ টাকার বাণ্ডিল পড়তে শুরু করে। কলকাতার ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের এম কে পয়েন্ট বিল্ডিংয়ের ৬ তলা থেকে এদিন দুপুরে পড়তে লাগল টাকার বাণ্ডিল। প্রথমে হতচকিত হয়ে গেলেও মুহূর্তে ভিড় জমে যায় ওই বহুতলের নীচে। অনেকেই পকেটে ঢুকিয়ে নেন সেই টাকা। মোট ৩ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা পড়েছে বলে পুলিশ সূত্রে খবর।
বহুতলের নিরাপত্তারক্ষীরা বলেন, ‘হঠাৎ দুপুর বেলা দেখি মাথার ওপরে উড়ে আসছে টাকা। মাথা তুলে দেখলাম, বহুতল থেকে টাকা এসে পড়ছে মাটিতে। প্রথমে বিষয়টা বিশ্বাস করতে পারিনি।’ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে অনেকগুলি বেসরকারি সংস্থার অফিস রয়েছে। তারই একটিতে এদিন দুপুরে হানা দেয় আয়কর দপ্তর। আয়কর অফিসারদের চোখে ফাঁকি দিতেই ৬ তলার ওই অফিসের শৌচালয় থেকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ফেলা হয় টাকার বাণ্ডিলগুলি।
সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গিয়েছে, ২৭ বেন্টিঙ্ক স্ট্রিটের ওই বহুতলের জানলা থেকে কেউ লাঠি দিয়ে ঠেলে ঠেলে টাকা ফেলছেন মাটিতে। আর তা দেখে অনেকেই টাকা কুড়োতে শুরু করেন। কিছু পথচলতি মানুষ অবশ্য টাকা পকেটে পুড়েই বাড়িমুখো হয়েছেন। প্রকাশ্যে অবশ্য কেউ মুখ খুলতে চাননি। কিন্তু এভাবে টাকা উড়িয়ে দিল কোন গৌরী সেন, তা এখনও জানা সম্ভব হয়নি।
