বিনোদন

করোনা সংকটে শাহরুখ দিলেন তার অফিস

করোনাভাইরাসের সংকটে শাহরুখ খান দেশের পাশে দাঁড়িয়েছেন। নিজের মালিকানাধীন একাধিক সংস্থার সঙ্গে সম্মিলিতভাবে দিল্লি-মুম্বাই-বাংলা ও প্রধানমন্ত্রীর করোনা তহবিলে অনুদান দিয়েছেন তিনি। এরই সঙ্গে শাহরুখ ও গৌরী তাঁদের ব্যক্তিগত অফিস এবার BMC-কে কোয়ারেন্টিন সেন্টার করার জন্য তুলে দিলেন। BMC পক্ষ থেকে গেল শনিবার টুইট করে শাহরুখ ও গৌরীকে ধন্যবাদ জানানো হয়েছে। শাহরুখদের ৪ তলা অফিসে বয়স্ক, নারী এবং শিশুদের কোয়ারেন্টিন রাখার ব্যবস্থা করা হচ্ছে।

শাহরুখ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট, নাইট রাইডার্স, মীর ফাউন্ডেশন আর রেড চিলি ভিএফএক্স-এর সম্মিলিত উদ্যোগে এই অর্থদানের সিদ্ধান্ত। দিল্লি-মুম্বাইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গকেও শাহরুখ আলাদা করে সাহায্য করেছেন। করোনাভাইরাসের সংকটে লড়াই করার জন্য বাংলার অ্যাম্বাসেডর হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।