মারণ ভাইরাস করোনার সংক্রমণ ঠেকাতে ৫ মিটার দূর থেকে কথা বলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলাশ্রী অনুষ্ঠানে এই নিদান দেন তিনি। প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করে তিনি জানান, ভিড় জায়গা এড়ানোর পাশাপাশি করমর্দন না করা, সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে বেলেঘাটা আইডি হাসপাতালে পরীক্ষা করানো উচিত।
শুক্রবারই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১। তবে আশার কথা বাংলায় এখনও থাবা বসাতে পারেনি করোনা ভাইরাস। তবে সতর্কতায় খামতি থাকলে চলবে না বলে শুক্রবার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। আইপিএল–সহ একাধিক টুর্নামেন্টের ভবিষ্যৎ অন্ধকারে। দর্শকশূন্য গ্যালারিতে খেলা আয়োজন করার কথা বলেছে কেন্দ্র। তবুও শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হল রাজ্য সরকারের ‘খেলরত্ন’ পুরস্কার অনুষ্ঠান। এদিন ক্রীড়া ব্যক্তিত্ব সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, রাজ্য সরকার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম প্রয়াত কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণ করতে চায়। সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশও দেন মমতা। একইসঙ্গে তিনি এদিন মোহনবাগানকে ক্লাবকে আই লিগ জয়ের জন্য অভিনন্দন জানান।
এদিন মমতা বলেন, ‘কেন্দ্রীয় সরকার জমায়েত না করার নির্দেশিকা জারি করেছে। কিন্তু বেশ কিছু দিন আগেই আজকের এই অনুষ্ঠান ঠিক করা হয়ে গিয়েছিল। তা বাতিল করার উপায় ছিল না। শেষ মুহূর্তে অনু্ষ্ঠান বাতিল হলে দূর–দূরান্ত থেকে যাঁরা এসেছেন, তাঁদের মন খারাপ হতো। তাই অনুষ্ঠান বাতিল করিনি আমরা। বরং অনুষ্ঠান একটু ছোট করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
