আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি

করোনা থাবা বসালো নাসায়!‌

করোনা আতঙ্ক ছড়িয়েছে নাসাতেও। কারণ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই কর্মীর করোনা ধরা পড়েছে। এই পরিস্থিতিতে সংক্রমণে রাশ টানতে কর্মীদের ঘরে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নাসা প্রধান জিম ব্রাইডেনস্টাইন সকল কর্মীদের কাছে এই আবেদন করেছেন।
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নাসার গবেষণা কেন্দ্র এমিস রিসার্চ সেন্টার এবং অ্যালবামার মার্সাল স্পেস ফ্লাইট সেন্টারে কর্মরত দুই ব্যক্তির করোনার সংক্রমণ ধরা পড়ে। তাই ওই দুই কেন্দ্রের সমস্ত কর্মীকে বাড়িতে থেকে কাজ করতে বলা হয়েছে। যে নজির নাসার ইতিহাসে নেই।
নাসার অধিকর্তা জিম ব্রাইডেনস্টাইন জানান, কর্মীদের সুরক্ষায় যাবতীয় পদক্ষেপ করা হয়েছে। আমরা এটাকে ‘স্টেজ ২’ বলছি। এই পরিস্থিতিতে নাসার ওই দুই কেন্দ্রের কর্মীদের বাড়িতে থেকে কাজ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম কর্মীরা বাড়িতে নিয়ে যেতে পারবেন।