বিনোদন

করোনা তহবিলে লতার ২৫ লাখ রুপি

করোনাভাইরাসের আক্রমণে পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন দিন বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এ ভাইরাস ভারতেও সংক্রমিত হয়েছে। ভারতজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর করোনা মোকাবিলায় এবার এগিয়ে এসেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি ২৫ লাখ রুপি অনুদান দিয়েছেন। বলেছেন, এই দুঃসময়ে মানুষ মানুষের পাশে থাকবে – এটাই ধর্ম। সে কারণে যতদিন পারবেন, মানুষের পাশে থাকার চেষ্টা করে যাবেন।