পরিবারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হলিউড অভিনেত্রী ডেবি মাজার। বিষয়টি নিজের ইনস্টাগ্রামে গেল রোববার তিনি জানান।
মাজার লিখেছেন, আমার কোভিড ১৯ ধরা পড়েছে, আমি ভালো আছি। প্রায় এক মাস আগে থেকে আমি, আমার স্বামী ও দুই নাবালিকার জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা ও শরীরে ব্যথা এবং কাশি রয়েছে।
৫৫ বছর বয়সী ডেবি মাজার জানিয়েছেন, প্রথমে বিষয়টা তারা বুঝতে পারেননি যে এটা করোনাভাইরাসের সংক্রমণ। প্রায় ২ সপ্তাহ পর শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় তারা পরীক্ষা করান। এ সময় প্রায় ১০২ জ্বর উঠেছিল। পরীক্ষা করার পরই ধরা পড়ে তাদের গোটা পরিবার করোনাভাইরাসে আক্রান্ত।
টেলিভিশনে ‘সিভিল ওয়র্স’ সিরিজের জন্য ডেবি মাজার জনপ্রিয়তা পান। ডেবি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন। এর মধ্যে মানি ফর নাথিং, ম্যাটম্যান ফরেভার, এম্পায়ার রেকর্ডস অন্যতম।