আন্তর্জাতিক স্বাস্থ্য

করোনা:‌ চলে গেলেন লি ওয়েনলিয়াং

তিনি নেই। যিনি করোনাভাইরাস নিয়ে প্রথম সতর্ক করেছিলেন। কারণ এই রোগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অথচ তাঁকে গুরুত্বই দেয়নি চীনের পুলিশ। করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হল চিকিৎসক লি ওয়েনলিয়াংয়ের।
তবে চীনে মহামারির আকার থেকে তিনি বাঁচাতে চেষ্টাও করেছিলেন। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৩৪ বছরের লি ওয়েনলিয়াং প্রথম করোনভাইরাস নিয়ে সতর্ক করেছিলেন। আর তাঁর উহানের সরকারি হাসপাতালে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে। ডিসেম্বর মাসে স্থানীয় ৭জন রোগীর সার্সের মতো ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। লি তখনই আশঙ্কা করেছিলেন, করোনাভাইরাস মহামারীর আকার নিতে পারে। এমনকী তা চিকিৎসকদের উইচ্যাট অ্যাপেও জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০০৩ সালে সার্স ভাইরালে চীনে ৮০০ জনের মৃত্যু হয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয় লিয়ের মেসেজ। তাঁর বিরুদ্ধে ওঠে গুজব ছড়ানোর অভিযোগ। লিয়ের কথায় বিশ্বাস করেনি পুলিশ। চীনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬৪ জনের মৃত্যু হয়েছে। লআক্রান্ত হয়েছেন ২৮,০১৮ জন।