করোনাভাইরাস মহামারি সংক্রান্ত চারিদিকে ছড়িয়ে পড়ছে হাজারো মিথ্যা তথ্য। গুজবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে সোশ্যাল টেক জায়ান্টসহ অন্য প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি করোনাভাইরাস নিয়ে অনলাইনে ভুল তথ্যের ছড়াছড়ি শুরু হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ইনফোডেমিক’ বা তথ্যের মহামারি হিসেবে ঘোষণা করে।
সংস্থাটি জানায়, করোনা ক্রান্তিলগ্নে সাইবার অ্যাটাকের থেকেও সবচেয়ে বেশি বিপদজনক হচ্ছে গুজব। তাই সোশ্যাল মিডিয়াগুলো ফেক নিউজ ঠেকাতে তাদের সঙ্গে কাজ করছে। তারই ধারাবাহিকতায় গুজব ঠেকাতে টিকটক একটি নতুন উদ্যোগ নিয়েছে।
টিকটক তাদের প্ল্যাটফর্মে কোভিড-১৯ সংক্রান্ত মিথ্যা ভিডিও প্রচারণা বন্ধে ইউজারদের জন্য খুবই সহজ উপায়ে রিপোর্ট বা অভিযোগ ফিচার চালু করেছে। এছাড়া যেকোনো ফেক নিউজে ইউজাররা রিপোর্ট করতে পারবে।
টিকটকে গুজব ঠেকাতে নিচের নির্দেশনা অনুসরণ করুন :
১. যে পোস্টে রিপোর্ট করতে চান সেটি ওপেন করুন।
২. শেয়ার অপশনে ট্যাপ করুন।
৩. এবার ‘রিপোর্ট’ অপশনে ক্লিক করুন।
৪. তারপর ‘মিসলিডং ইনফরমেশন’ সিলেক্ট করুন।
৫. এবার ‘কোভিড-১৯ মিসইনফরমেশন’ বা ভুয়া তথ্য অপশনে ট্যাপ করে মন্তব্য করুন।
৬. এরপর ‘আদার মিসইনফরমেশন’ অপশনটি ক্লিক করে ডেস্ক্রিপশন বক্সটি ফিলআপ করুন।
৭. ব্যস এবার সাবমিট করে দিন।