‘গেম অফ থ্রোনস’ অভিনেত্রী ইন্দিরা বর্মা করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত এই অভিনেত্রী নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। ইন্দিরা জানান, পরীক্ষা করানোর পরে জানতে পারেন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন তিনি।
বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর শেয়ার করে ইন্দিরা বলেন, ‘করোনা সংক্রমণের কথা জানার পর থেকেই আমি কোয়ারেন্টাইনে। এ সময় প্রত্যেকের নিজের ঘরে থাকা উচিত। সবাই সতর্ক ও সাবধান থাকুন।’
জানা গেছে, ইন্দিরা বর্মার পাশাপাশি গেম অব থ্রোনস সিনেমার অভিনেতা খ্রিস্টোফার হিবজু করোনায় আরও আক্রান্ত হয়েছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন টম হ্যাঙ্কস ও ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা ইদ্রিস এলবা। এর মধ্যে টম হ্যাঙ্কস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
কিম কারদাশিয়ান, কোলে কারদাশিয়ান, কাইলি জেনারের মতো হলিউডের অনেক তারকা করোনা আতঙ্কে বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। ভক্তদেরও তারা এ সময় সাবধানে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন।