দেশ স্বাস্থ্য

করোনায় আক্রান্ত শেওড়াফুলির প্রৌঢ়, আক্রান্তের সংখ্যা ২২

একইদিনে পরপর ‌তিনজন করোনা আক্রান্তের খোঁজ মিলল। এবার ঘটনাস্থল হুগলির শেওড়াফুলি। এবার নভেল করোনাভাইরাস আক্রান্তের সন্ধান মিলল রাত্রি ১০টায়। হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দা এক প্রৌঢ়র শরীরে এই মারণ ভাইরাসের বাসা বেঁধে থাকার প্রমাণ পাওয়া গেল। এই নিয়ে একদিনে রাজ্যে মোট তিনজন করোনায় আক্রান্ত হলেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২।
হাসপাতাল সূত্রে খবর, বেসরকারি হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে শেওড়াফুলির ওই ব্যক্তিকে। আজ তাঁর নমুনা পরীক্ষা করার পর কিছুক্ষণ আগেই রিপোর্ট পজেটিভ মিলেছে। কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত শ্বাসকষ্টে ভুগছিলেন এই ব্যক্তি। আপাতত বিদেশ ভ্রমণের কোনও খবর মেলেনি শেওড়াফুলির ৫৬ বছরের প্রৌঢ়র।
পরিবার সূত্রে খবর, ওই প্রৌঢ় দুর্গাপুরের একটি সংস্থায় চাকরি করেন। বাড়ি থেকে ট্রেনেই অফিসে যাতায়াত করতেন তিনি। গত ১৬ মার্চ তাঁর প্রথম জ্বর আসে। সেইসঙ্গে তীব্র শ্বাসকষ্ট। ওষুধে তখনকার মতো সেরে গেলেও কয়েকদিন পরে ২১ মার্চ ফের জ্বর হয়। এরপরই সতর্ক হন পরিবারের সদস্যরা। শেওড়াফুলির ওই বাসিন্দাকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁর লালারসের নমুনা পাঠানো হয়েছিল বেলেঘাটা নাইসেডে। পরীক্ষায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ডায়াবেটিস, হাইপার–টেনশন একাধিক শারীরিক সমস্যা আগেই ছিল। ১৬ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন তিনি। ২১ মার্চ জ্বর কমলেও। ফের ২২ তারিখ জ্বর আসে। বাড়তে থাকে অসুস্থতা। এরপরই তাঁকে ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই তাঁর পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই প্রথম হুগলি জেলার কেউ করোনায় আক্রান্ত হলেন।