বিজ্ঞান-প্রযুক্তি

করোনার সতর্কবার্তা গুগল ডুডলে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল থামছেই না। মহামারি আকার ধারণ করা এ ভাইরাসে শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখের বেশি মানুষ। এদের মধ্যে বর্তমানে ৭ লাখ ৪৯ হাজার ৯১৮ জন চিকিৎসাধীন এবং ৩৭ হাজার ৬৯৬ জন (৫ শতাংশ) রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

করোনা সংক্রমণ রোধ নিয়ে মানুষকে সচেতন করতে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল কাজ করছে। মানুষকে ঘরে থেকে জীবন রক্ষার সতর্কবার্তা দিয়েছে গুগল। গুগলের হোম পেজে গেলেই ব্যবহারকারীরা দেখতে পাবেন কোভিড ১৯ বিষয়ক সচেতনতামূলক একটি বার্তা। ওই ডুডলের ট্যাগ লাইনে শোভা হচ্ছে ‘স্টে হোম, সেভ লাইভস’। করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশগুলো গুগল মানতে বলছে।

সতর্কবার্তাগুলো হচ্ছে

১ বাড়িতে থাকুন ও নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

২ নিয়মিত হাত ধোবেন ও হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন।

৩ অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন।