বাবা কিছুদিন আগে মুক্তি পেয়েছিলেন। এবার মুক্তি পেলেন ছেলে। দীর্ঘ সাত মাস বন্দিদশা কাটিয়ে মঙ্গলবার মুক্তি পাচ্ছেন ওমর আবদুল্লা। কেন্দ্রশাসিত জম্মু–কাশ্মীরে প্রথম স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর উপর থেকে তুলে নেওয়া হল জনসুরক্ষা আইন বা পিএসএ। কালো প্যান্ট, হলুদ–কালো ডোরাকাটা ফুলহাতা গেঞ্জি, একমুখ দাড়ি, চশমা চোখে ওমরকে বেরিয়ে আসতে দেখেই খুশিতে আপ্লুত হয়ে ওঠেন তাঁর সমর্থকরা।
৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপ করা হয়। রাজ্যের তকমাও তুলে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। অশান্তির আশঙ্কায় সেখানকার রাজনৈতিক নেতাদের আটক বা গৃহবন্দি করে রাখা হয়েছিল। যার মধ্যে ছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও। পিএসএ–আইনে পরিবর্তনের পরই ওমরের মুক্তির নির্দেশিকা জারি করে কেন্দ্র। মোট ২৩২ দিন বন্দিদশায় কাটিয়েছেন ওমর। গত ১০ তারিখ তিনি ৫০ বছরে পা দেন।
ন্যাশনাল কনফারেন্স নেতার বিরুদ্ধে জঙ্গিবাদ এবং ভোট বয়কট চলাকালীন সমর্থন সংগ্রহের চেষ্টার অভিযোগ ছিল। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, যে কোনও সময়ে লোকজনকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে তাঁর। গত সপ্তাহে ওমরের বোন দাদার অবিলম্বে মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দেন। সেই আপিলের ভিত্তিতে কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে তারা কী ব্যবস্থা নিচ্ছে সেটা জানাতে বলেছিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি কেন্দ্রকে কড়া ভাষায় বলে, কাশ্মীরে যখন সব পরিস্থিতি শান্ত, তাহলে ওমর আবদুল্লার মুক্তি নিয়ে কী ব্যবস্থা করছে কেন্দ্র? করোনার মধ্যেই মুক্তি পেলেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ তারিখ গৃহবন্দি দশা থেকে মুক্তি পান এনসি সুপ্রিমো তথা ওমরের বাবা ফারুক আবদুল্লা। এখনও আটক হয়ে আছেন আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। ওমরের মুক্ত হওয়ার কথা শুনে টুইটারে তিনি স্বস্তি প্রকাশ করেন।