যুক্তরাজ্যে করোনাভাইরাস প্রবল আকার ধারণ করেছে। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। লন্ডন ঘুরে আসার পর কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী কাজের টানে সেই লন্ডনে পাড়ি দিলেন।
তার লন্ডন যাত্রার খবর নিজেই টুইটার পোস্টে জানিয়েছেন এই তৃণমূল সাংসদ। সেখানে তিনি নিজের মাস্ক পরা একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে মিমি লিখেছেন, কাজের প্রতিশ্রুতি রক্ষায় লন্ডন যাচ্ছি। সবরকম আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। বাকি কী হবে জানা নেই।
কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরি-ট্রুডো গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে ফেরার পরে সেদিন রাতে জ্বরসহ ফ্লুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু লক্ষণ তার মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে তিনি চিকিৎসকের দ্বারস্থ হন। এরপর থেকেই ট্রুডো এবং তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে যান। পরীক্ষার জন্য কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর রক্তের নমুনা পাঠানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। তবে সব জেনেই শুধু প্রতিশ্রুতি রক্ষা করতে ভয়ে ভয়ে লন্ডনে যাচ্ছেন মিমি।