আশঙ্কাটাই সত্যি হল। করোনা ভাইরাসের গ্রাসে এবার তিলত্তোমা কলকাতা। ইংল্যান্ড ফেরত এক যুবকের দেহে মিলেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। চারদিন আগে লন্ডন থেকে এদেশে ফিরেছিলেন। ওই ব্যক্তি নবান্নের উচ্চপদস্থ আমলার ছেলে। বিমান বন্দরে তাঁর শারীরিক পরীক্ষাও করা হয়েছিল। কিন্তু সংক্রমণ ধরা পড়েনি। উপসর্গও নেই। তাঁকে গৃহবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।
জানা গিয়েছে, গত ১৫ মার্চ ওই যুবক ইংল্যান্ড থেকে ফিরেছিলেন। ওই ব্যক্তি ইংল্যান্ডে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই পার্টিতে থাকা চারজনের শরীরে মেলে করোনাভাইরাস। ভারতে ফেরার পর ওই যুবকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মতো কোনও উপসর্গ ছিল না। কিন্তু শুধুমাত্র ইংল্যান্ড থেকে ফেরার কারণেই তাঁকে বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখান থেকে তাঁর নমুনা সংগ্রহ করেই পাঠানো হয়েছিল বেলেঘাটা আইডিতে।
পরীক্ষায় তাঁর শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। ছেলের রিপোর্ট আসার পরই বাবা–মা ও গাড়ির চালককে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। ঘটনার পরই বৈঠকে বসেন স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রশাসনিক কর্তা ও চিকিৎসকদের সঙ্গে চলছে আলোচনা। দিল্লির সঙ্গে যোগাযোগ রেখেও চলা হচ্ছে।