বলিউডের তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান ২০১৯ সালে বিয়ের ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন। এরই মধ্যে তারা বিয়ের সকল প্রস্তুতিও সম্পন্ন করেছেন। আগামী মে মাসে থাইল্যান্ডের একটি পাঁচ তারকা হোটেলে বরুণ বিয়ের সকল আয়োজন সম্পন্ন করেছিলেন। তবে তার ডেসটিনেশন ওয়েডিংয়ের পরিকল্পনায় করোনা ভাইরাস বাধ সাধলো! সম্প্রতি দেশটায় এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে গেছে।
তাই বরুণ বিয়ের স্থানের পরিবর্তন করেছেন। থাইল্যান্ডের যায়গায় এখন রাজস্থানের যোধপুরে বরুণ-নাতাশার বিয়ে হবে। এরই মধ্যে এ অভিনেতা সেখানে বিয়ের আয়োজনের কাজ শুরু করেছেন।
নাতাশার আগে অভিনেত্রী আলিয়া ভাট ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে বরুণের প্রেমের গুঞ্জনে শোনা গিয়েছিল৷ তবে এ সব উড়িয়ে দিয়ে গোপন না করে নাতাশার সঙ্গে প্রেম করার কথা জানান অভিনেতা।