বিজ্ঞান-প্রযুক্তি

করোনাভাইরাস প্রতিরোধের ওষুধ

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করতে যাচ্ছে করোনাভাইরাস। এই ভাইরাস প্রতিরোধে কোনো ধরনের প্রতিষেধক এখনো পর্যন্ত তৈরি হয়নি। তবে সুইজারল্যান্ডের রোচে হোল্ডিং এজি সংস্থা জানাচ্ছে, তাদের তৈরি নয়া ওষুধ করোনা রুখতে সক্ষম। যে সব করোনা আক্রান্ত রোগীর ফুসফুসে গভীর ক্ষত এবং ইন্টারলিউকিন-৬ প্রোটিনের ভারসাম্য হারাচ্ছে, সে সব ক্ষেত্রে রোচের ওষুধ অত্যন্ত কার্যকরী বলে সুইজারল্যান্ডের এই সংস্থার দাবি।

চীন রোচের ওষুধ ব্যবহার করবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্তৃপক্ষ। অ্যাকট্রেমা নামে ওই ওষুধ করোনাভাইরাস আক্রান্তদের প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। চীনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রিশন অ্যাকট্রেমাকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে চাইছে।

রোচের দাবি, ইন্টারলিউকিন-৬ সংক্রান্ত উপসর্গে অ্যাকট্রেমা দারুণ কাজ করবে। গত ফেব্রুয়ারি ১০ থেকে মে মাসের ১০ তারিখ পর্য্ত ১৮৮ জন করোনা আক্রান্ত রোগীর ওপর পরীক্ষামূলকভাবে অ্যাকট্রেমা প্রয়োগ করছেন চীনা গবেষকরা।

অ্যাকট্রেমার প্রতিক্রিয়া নিয়ে তারা অবশ্য মুখ খোলেননি। তবে বুধবার চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর পরিস্থিতিতে কিছু করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য রোচে হোল্ডিং এজি আর্থ্রাইটিস ড্রাগ ব্যবহার করা হবে।

এর আগে গত সোমবার রোচে জানিয়েছে, শুধুমাত্র চীনেই ২০ লাখ ডলার অ্যাকট্রেমা বিক্রি করেছে। জানুয়ারি মাসে অ্যাকট্রেমা বিক্রি করে প্রচুর মুনাফা করেছে বলে এই সংস্থার দাবি।