শনিবার সংখ্যাটা ছিল ৪১, রবিবার সংখ্যাটা দাঁড়াল ৫৬। সারা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। চীনে বেড়েই চলেছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা৷ শেষ খবর অনুযায়ী, করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫৬৷ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ২০০০ জন৷ যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকেই চীনের উহান শহরের বাসিন্দা বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এই রোগ ছড়ানো ঠেকাতে উহান–সহ চীনের ১৪টি শহরকে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের মূল কেন্দ্রই এই উহান৷ সংক্রমণ থেকে দেশের অন্যান্য জায়গাকে বাঁচানোর জন্য বন্ধ করা হয়েছে উহানের যাতায়াত পরিষেবা৷ উহানে বন্ধ ফেরি, ট্রেন, বাস, বিমানবন্দরেও৷ করোনার জেরে বন্ধ করা হয়েছে নববর্ষের উৎসবও৷ চীনের উহানে করোনা সংক্রমণ ধরা পড়ার পরও যথেষ্ট সতর্কতা নিতে পারেনি চীন প্রশাসন বলে অভিযোগ। চীন থেকে নিজেদের দেশে ফেরা মানুষরা এই রোগ বহন করতে পারেন, আর সে কারণে বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এই রোগ ছড়ানো ঠেকাতে।
করোনা মোকাবিলায় চালু হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও টোল ফ্রি নম্বর। টোল ফ্রি নম্বর +৯১–১১–২৩৯৭৮০৪৬ নম্বরে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য, তিরুঅনন্তপুরম, মুম্বই, বেঙ্গালুরু আর হায়দরাবাদ বিমানবন্দরে এই ব্যক্তিদের নজর করা হয়। পরীক্ষায় দেখা যায় করোনা ভাইরাসের কিছু উপসর্গ রয়েছে। তার পরেই বিভিন্ন হাসপাতালে তাঁদের পাঠানো হয়েছে।
