অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও শিক্ষক স্পাইক লি। লকডাউনে তিনি করোনায় অসহায় হয়ে পড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ওপর বানিয়েছেন সাড়ে তিন মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের ইনস্টাগ্রাম থেকে এই সিনেমাটি শেয়ার করে লি ক্যাপশনে লিখেছেন, ‘এই সিনেমাটি এই দুঃসময়ে আমার শহরকে উদ্দেশ্য করে লেখা আমার উড়োচিঠি।’
এই ছবি নিয়ে সিএনএনকে লি বলেন, ‘এই শহর ফাঁকা! দেখেই হৃদয় মোচড় দিয়ে ওঠে। কিন্তু সিনেমার শেষে আমরা নিউইয়র্কের মানুষদের দেখতে পাই। যারা সত্যিকারের যোদ্ধা। আর আমি আমার শহরকে সত্যিই খুব ভালোবাসি।’
ছবির শেষে দেখা যায়, কিছু মানুষ বাড়ির বারান্দা আর ছাদ থেকে গান গাচ্ছে, হাততালি দিচ্ছে। দুঃসময়ে দূরে থেকে একে অন্যকে শক্তি দিচ্ছে, সাহস জোগাচ্ছে। নিরলস সেবা দিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এই ছবির মাধ্যমে এই সময়েও করোনা আর মানুষের মধ্যে দেয়াল তুলে, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া মানুষদের ধন্যবাদও জানানো হয়েছে।
২০১৯ সালে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবির জন্য সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) বিভাগে প্রথমবারের মতো অস্কার পেয়েছেন নির্মাতা স্পাইক লি।