বিনোদন

করিনার জীবনের সেরা সিদ্ধান্ত

শোবিজ অঙ্গনের তারকাদের ক্ষেত্রে এমন ধারণাই প্রচলিত ছিল ‘বিয়ে করলেই ক্যারিয়ার শেষ’। কিন্তু বদলে গেছে দিন। বিয়েকে এখনকার তারকারা ক্যারিয়ারের প্রতিপক্ষ ভাবেন না। প্রকাশ্যে মহা ধুমধামে বিয়ে করে সংসার করছেন, সেই সঙ্গে সমান দাপটে ক্যারিয়ারও সামলাচ্ছেন! অভিনেত্রী করিনা কাপুর তাদের মধ্যে অন্যতম একজন! ক্যারিয়ারের শীর্ষ সময়ে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন তিনি। সে সময় সব মহল থেকেই গুঞ্জন উঠেছিল ‘ক্যারিয়ারের ইতি টেনে ফেলবেন করিনা’। এর ঠিক পরপরই মা হওয়ার সংবাদে অনেকেই মনে করেছিলেন, ‘করিনা অধ্যায়ের ইতি’! এমন ধারণার তোয়াক্কা না করে শেষ পর্যন্ত গেল বছর ‘ভির দ্য ওয়েডিং’ ছবির মধ্য দিয়ে বলিউডে অসাধারণ ‘কামব্যক’ করেন করিনা। আর সেসব বিষয় নিয়েই সম্প্রতি এই অভিনেত্রী গণমাধ্যমে মুখ খুললেন!

সাইফ আলীকে বিয়ে করা তার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল জানিয়ে সাক্ষাৎকারে করিনা জানান, সাইফকে বিয়ে করা ছিল আমাদের জীবনের সেরা সিদ্ধান্ত। ক্যারিয়ারের শীর্ষে অবস্থানকালীন বিয়ে করে আমি কোনো ভুলও করিনি। এরপর সাইফকে নিয়ে করিনার ভাষ্য, আমি যাকে ভালবাসি তাকেই জীবনসঙ্গী হিসেবে বাছাই করেছি এবং সে সেরা।

একমাত্র সন্তান তৈমুরকেও সেভাবেই গড়ে তুলছেন বলে করিনা জানান। বিয়ে করলেই যে ক্যারিয়ার ধ্বংস করে সংসারে মজে থাকতে হবে, তেমনটা মানতে তিনি নারাজ।