বিনোদন

করণের নতুন ছবিতে অনন্যা

নামী পরিচালক ও প্রযোজক করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে গত বছর বলিউডে পা রেখেছিলেন। এরপর দ্বিতীয় ছবি ‘পতী পত্নী অর হু’ও সমান হিট। ইতোমধ্যে শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টরের সঙ্গে ‘খালি পেল্লি’র শুটিংও শুরু করে দিয়েছেন নায়িকা।

এবার জানা গেল, দক্ষিণের সুপারস্টার তেলুগু অভিনেতা ‘অর্জুন রেড্ডি’ খ্যাত বিজয় দেবেরাকোন্ডার প্রথম হিন্দি ছবিতে অনন্যাকে তার বিপরীতে দেখা যাবে। এটিও করণ জোহর প্রযোজনা করবেন। ছবিতে থাকবে মিক্সড মার্শাল আর্টস এবং টান টান অ্যাকশন। পুরী জগন্নাথ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন। বলিউড সূত্রে খবর, নির্মাতারা কোনো পোড় খাওয়া অভিনেত্রী নন, একেবারে নতুন কোনো মুখ চাইছিলেন। তখনই অনন্যার কাছে অফার যায়। অনন্যা ও বিজয়ের শুটিং পর্ব শুরু হবে মার্চের মাঝামাঝি অথবা এপ্রিলের প্রথম থেকে।

এ নিয়ে করণ জোহরের তৃতীয় ছবিতে কাজ করতে চলেছেন অনন্যা। এছাড়ও ধর্মা প্রোডাকশনের সঙ্গে তিনি কাজ করবেন শকুন বত্রার পরবর্তী ছবিতে যেখানে রয়েছেন দীপিকা পাডুকোনও।