দেশ

কপিল পেল বাড়তি নিরাপত্তা

দিল্লির হিংসায় উসকানি দিয়েও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি। এবার দিল্লি বিজেপি’‌র সেই নেতা কপিল মিশ্রকে দেওয়া হল ওয়াই প্লাস সুরক্ষা বলয়। তাঁকে প্রাণনাশের হুমকি থাকায় সর্বক্ষণ তাঁর সঙ্গে নিরাপত্তা কর্মী থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানে না বলে জানিয়েছে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, কপিল মিশ্রের সুরক্ষা সুনিশ্চিত করতে দিনরাত তাঁর সঙ্গে থাকবে নিরাপত্তা কর্মী। তাঁকে দেওয়া হবে ওয়াই প্লাস সুরক্ষা বলয়। বিজেপি নেতা প্রাণনাশের হুমকি পাওয়ার পরই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে।
কপিল মিশ্র, অনুরাগ ঠাকুর–সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এমনকী বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্য নিয়ে শুনানিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বিজেপি নেতাকে বাড়তি সুরক্ষা দিয়ে তাঁর দোষকেই সঠিক প্রমাণের চেষ্টা করা হল। শুনানির আগে এই সুরক্ষা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।