বলিউডের ‘কুইন’ খ্যাত আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত বেশ কিছুদিন ধরেই প্রযোজনার কাজ করতে চাচ্ছিলেন। নায়িকার সেই স্বপ্ন এবার পূরণ হলো। মুম্বাইয়ের পালি হিলস-এ বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কঙ্গনার প্রযোজনা সংস্থা ‘মণিকর্ণিকা’র। গত বছর ‘মণিকর্ণিকা: দ্য কুই অফ ঝাঁসি’ নামে একটি ছবিতে তিনি অভিনয় করেন। পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও সামলেছিলেন। এবার প্রযোজকও হয়ে গেলেন। তার ‘মণিকর্ণিকা’ ছবির নামেই কঙ্গনা প্রতিষ্ঠানটি খুলেছেন। এদিন তিনি পুজো দিয়ে অফিসের দরজা খোলেন।
কঙ্গনার দিদি রাঙ্গোলি চান্ডেল সেই প্রযোজনা সংস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এছাড়া আগামীতে কঙ্গনাকে দেখা যাবে অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত ‘পাঙ্গা’ছবিতে। এতে জাতীয় স্তরের একজন কাবাডি খেলোয়াড়ের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা।