ব্রেকিং নিউজ

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা সব্যসাচীর

মুকুল রায়, অর্জুন সিং এবং এবার সব্যসাচী দত্ত। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিজেপিতে সদ্য যোগ দেওয়া সব্যসাচী দত্তকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বুধবার থেকেই এই নিরাপত্তাবলয় পাবেন তিনি। এর আগে মুকুল রায় এবং অর্জুন সিংকেও বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে। এই বিশেষ নিরাপত্তা দেওয়ার কারণ সব্যসাচীকে বিজেপিতে ধরে রাখতেই বলে মনে করা হচ্ছে। ভাইফোঁটার দিন বিজেপিতে যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ফোঁটা নিয়ে এসেছেন। মনে করা হচ্ছে শোভনের ফের শিবির বদলানো শুধু সময়ের অপেক্ষা।
নেতাজি ইন্ডোরে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন জাগরণ সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজারহাটের বিধায়ক সব্যসাচী। তাঁর হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপি সভাপতি। অমিত শাহের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘‌কাশ্মীর এখন শান্ত হয়ে গিয়েছে। এবার আপনি বাংলাটাকে বাঁচান।’‌ সেখানে বিজেপি থেকে একে একে ঘরে ফেরা শুরু হয়েছে। সেখানে সব্যসাচী যাতে হাতছাড়া না হয় তাই এই বিশেষ নিরাপত্তার কৌশল বলে মনে করা হচ্ছে।
সব্যসাচী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁকে কলকাতা জেলার বিভিন্ন দায়িত্ব দেয় রাজ্য বিজেপি। গান্ধী সঙ্কল্প যাত্রার কলকাতার সমস্ত কর্মসূচির দায়িত্ব পড়ে বিধাননগরের প্রাক্তন মেয়রের ওপর। তৃণমূল ছাড়ার পরের দিনই সব্যসাচীর নিরাপত্তারক্ষী তুলে নিয়েছিল নবান্ন। তারপর থেকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছিলেন তিনি। এবার তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শোভন হাতছাড়া যদি হয়ে যায় সেক্ষেত্রে সব্যসাচীকে সামনে রেখে বলা যাবে তিনিও প্রাক্তন মেয়র।