বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে স্বাগতিক ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের ঠেকিয়ে রাখা যাবে, এমনটাই হয়তো আশা করেছিলেন বাংলাদেশের দর্শকেরা। কিন্তু কোন এক জাদুবলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অন্য চেহারায় ওমান। ৪৮ মিনিটে গোলের খাতা খোলেন জোহার। গোল হজম করে রক্ষণ মেজাজ থেকে বের হয়ে কিছুটা আক্রমণাত্মক হয়ে উঠে বাংলাদেশ। ইয়াসিন, রিয়াদুলদের রক্ষণভাগ ছেড়ে ওপরে উঠে আসার সুযোগটাই নিয়েছে স্বাগতিক দল। ৬৮ মিনিটে ২-০ করেছেন আল মান্দার। ডান প্রান্ত থেকে ক্রসে পোস্টের সামনে থেকে পা ছুঁয়ে গোলটি করেছেন তিনি। ম্যাচের ৩ পয়েন্ট তখনই ওমানের অ্যাকাউন্টে চলে যায়। ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকে আল আলাউয়ি দুর্দান্ত গোল করে ৩-০ করেন। ৮১ মিনিটে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন বিপলু আহমেদ।শেষ বাঁশি বাজার আগে ৪-১ করেছেন আল হিদি। এই হারে ৪ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচেই থাকল বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ওমান।
সম্পর্কিত খবর
ঋতুস্রাবের সময় ছুটির দাবি শিক্ষিকাদের
Posted on Author নিজস্ব সংবাদদাতা
উত্তরপ্রদেশের সরকারি স্কুলগুলির বাথরুমের হাল বেহাল। ফলে ঋতুস্রাবের সময় প্রবল অসুবিধায় পড়তে হয় শিক্ষিকাদের। তাই এই বিশেষ ‘পিরিয়ড লিভ’–এর প্রয়োজন।
Ration Distribution Scam: ফের ইডির তলব এড়ালেন সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান
Posted on Author ডেক্স রিপোর্টার
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ইডির তলব এড়ালেন সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। বুধবার সকাল
কড়া নিরাপত্তায় শুরু শেষ দফার ভোটপর্ব
Posted on Author ডেক্স রিপোর্টার
নির্দিষ্ট সময় মতো শুরু শেষ দফার ভোটপর্ব । শনিবার বাংলার ৯টি আসনে চলছে ভোটগ্রহণ । শেষ দফায় রাজ্যের ৯টি লোকসভা