বিনোদন

ওজন বাড়াচ্ছেন কৃতি

সিনেমার প্রয়োজনে নায়িকাদের ওজন কমানোর কথাই আমরা শুনে থাকি। খুব একটা শোনা যায় না ওজন বাড়ানোর খবর। কিন্তু এবার জানা গেল এমন খবর। অভিনেত্রী কৃতি শ্যানন তার আগামী সিনেমার জন্য ওজন বাড়াচ্ছেন। তাও সামান্য নয়, একেবারে ১৫ কেজি। আর এই রূপান্তর দেখতে নিজেই বেশ উত্তেজিত তিনি। কৃতি এখন তার আগামী সিনেমা ‘মিমি’র জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর এই সিনেমার মূল চরিত্রে অভিনয়ের প্রয়োজনেই ১৫ কেজি ওজন বাড়াচ্ছেন তিনি।

লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘মিমি’ সিনেমায় একজন সারোগেট মা হিসেবে কৃতি অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটি ২০১০-এ মুক্তিপ্রাপ্ত মারাঠি ‘মালা আয় ভায়চয়’ সিনেমা থেকে অনুপ্রাণিত। এই সিনেমা ২০১১ সালে সেরা মারাঠি চলচ্চিত্র হিসাবে পুরস্কারও লাভ করেছিল। কৃতির কথায়, তার এই ছবিটি ভীষণই পছন্দের। ছবিটির জন্য তিনি তার সেরাটা দিতে চান। ‘মিমি’র জন্য ওজন বাড়ানো প্রসঙ্গে কৃতি বলেন, সত্যি বলতে আমার শারীরিক কাঠামোতে ওজন বাড়ানো সত্যিই আমার কাছে চ্যালেঞ্জের। আমাকে মেটাবলিজমের সঙ্গে লড়াই করতে হবে, ক্যালোরি বাড়াতে হবে। যদিও আমার হাতে খুবই কম সময় রয়েছে। ছবিটি আমার হৃদয়ের খুব কাছের। পুরো বিষয়টি নিয়ে আমি ভীষণ উৎসাহী।