ব্রেকিং নিউজ

ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ আগুন, মৃত ৪

মঙ্গলবার সাতসকালে নভি মুম্বইয়ের ওএনজিসি’‌র প্ল্যান্টে বিধ্বংসী আগুন লাগল! এই ঘটনায় অন্ততপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নভি মুম্বইয়ের উড়ান এলাকার এই প্ল্যান্টের আগুনে এখনও পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। পর পর বিস্ফোরণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। পরিস্থিতি ভয়াবহতাকে নজরে রেখে সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ফলে প্ল্যান্টের ভেতরেই আটকে পড়েন অনেক কর্মী। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২২টি ইঞ্জিন এবং ক্রাইসিস ম্যনেজমেন্ট টিম। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া কর্মীদের উদ্ধারের চেষ্টা চালায় তারা। প্রায় ঘণ্টা দুয়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। মুম্বইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় কুমার জানান, মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ নভি মুম্বইয়ের উড়ান এলাকার ওই প্ল্যান্টে আগুন লাগে। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ওএনজিসি’‌র কর্মী ও বাকি তিন জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মী। এই ঘটনায় অগ্নিদগ্ধ ৮ জনের মধ্য ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
টুইট করে ওএনজিসি জানিয়েছে, আগুন লেগেছে স্টর্ম ওয়াটার ড্রেনে। তবে এতে তেলশোধনের কাজে কোনও প্রভাব পড়েনি। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সে জন্য পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠিয়ে দেওয়া হচ্ছে গুজরাটের হাজিরা প্ল্যান্টে।