বিনোদন

ঐশ্বরিয়ার রূপের ঝলক

জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার সময় থেকে আজ ২০১৯ পর্যন্ত সৌন্দর্যে ঘাটতি পড়েনি একটুও। বরং অনেকেই মনে করেন তার রূপের জেল্লা বেড়েছে। এখনো তার নতুর ছবির জন্য দিন গোনেন দর্শক। কিন্তু সিনেমায় তিনি অনিয়মিত। নানা রকম ফ্যাশন শো, টিভি শোতে দেখা মেলে তার।

সম্প্রতি এই বলিউড সুন্দরী প্যারিসে পাড়ি জমিয়েছেন। সেখানে ফ্যাশান উইকে অংশ নেন তিনি। প্যারিসে আরও একবার নিজের সৌন্দর্যের রোশনাই ছড়ালেন রাই। ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার গিম্বাটিস্টা ভল্লীর ডিজাইনার ফ্লোরাল প্রিন্টেড পোশাকে র্যাম্পে হাঁটলেন ঐশ্বর্য রাই বচ্চন। র্যাম্পে নজর কেড়েছে তার চোখের মেকআপ।

এবছর ‘প্যারিস ফ্যাশান উইক’ অনুষ্ঠিত হয় ঐতিহাসিক প্রতিষ্ঠান মোনে দে প্যারিস-এ। কয়েকদিন আগে সেখানে র্যাম্পে হাঁটতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে।