জেএনইউ কাণ্ডে ঐশী ঘোষের নামে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। মোট ১৯ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। জেএনইউ ছাত্র সংসদের ঐশী ঘোষের নাম থাকায় বিতর্ক তৈরি হয়েছে। ক্যাম্পাসে হামলার আগের দিন সার্ভার রুমে ভাঙচুরের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। গত ৪ জানুয়ারি জেএনইউ ক্যাম্পাসের সার্ভার রুমে ভাঙচুর করা হয়। জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ মোট ২০ জনের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
৩ জানুয়ারি থেকে জেএনইউ ক্যাম্পাসে অচলাবস্থা চলছে। কাপড়ে মুখ ঢেকে রবিবার সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাস ও হস্টেলে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় ছাত্রছাত্রী ও শিক্ষকদের। দুষ্কৃতীদের মারে মাথা ফাটে জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। পড়ুয়াদের অভিযোগ, হামলার পেছনে রয়েছে এবিভিপি। বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে এবিভিপি। এবিভিপি’র দাবি, এটা সাজানো ঘটনা। বামপন্থী ছাত্র সংগঠনের নেতৃত্বেই এই হামলার ঘটনা ঘটেছে।
রবিবার রাতে মুখে কাপড় বাঁধা এক দল যুবক হামলা চালায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ব্যাপক ভাঙচুরের পাশাপাশি মারধর করা হয় ছাত্রছাত্রীদের। ঘটনায় আহত হন ঐশী ঘোষও। সেই ঘটনায় পুলিশ এফআইআর দায়ের করলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তার মধ্যেই এবার ঐশী ঘোষদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। যাতে সবাই তাজ্জব হয়ে যাচ্ছেন।