বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল এবিভিপির বিরুদ্ধে। তবে এবার জেএনইউ নয়। এই রাজ্যে আছড়ে পড়ল এবার তাণ্ডব। বুধবার রাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ঢুকে বাম ছাত্রদের মারধর করে একদল ছাত্র। তারা এবিভিপি’র সমর্থক বলে দাবি বাম ছাত্রদের। বাংলার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রাতের তাণ্ডবের ছবি এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযোগ, ছেলেদের হস্টেলে ঢুকে বেধড়ক মারধর করেছে গেরুয়া শিবিরের সংগঠন।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, হামলাকারীদের মারে আহত হয়েছেন অর্থনীতির ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায় ও ফাল্গুনী পান নামে দুই ছাত্র। লোহার রড, বাঁশ, কাঠ দিয়ে বেধড়ক পেটানো হয় হস্টেলের ছাত্রদের। এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী। আশঙ্কাজনক অবস্থায় স্বপ্ননীলকে ভর্তি করা হয় পিয়ার্সন হাসপাতালে। হাসপাতালেও তাদের ওপরে হামলা করা হয় বলে অভিযোগ। বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা হাসপাতাল গেটের তালা বন্ধ করে পরিস্থিতি সামাল দেন।
হাসপাতালে ভর্তি স্বপ্ননীলের অভিযোগ, বুধবারই প্রথমে বচসা ও ধস্তাধস্তি হয়েছিল। পরে সন্ধ্যায় রাস্তায় একা পেয়ে হামলা চালানো হয়। উইকেট, কাঠের তক্তা দিয়ে হামলা চালানো হয়। অভিযোগের আঙুল উঠছে বিজেপি’র ছাত্রনেতা অচিন্ত্য বাগদী এবং সাবির আলির দিকে। যদিও তাদের পাল্টা অভিযোগ, হামলাকারী ছাত্ররা এবিভিপি’র কেউ নয়। পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির সঙ্গেই মোটরবাইক চালিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বনধের দিন বিশ্ববিদ্যালয়ে বিজেপি’র রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে নিয়ে একটি সেমিনার করেন বিশ্ববিদ্যালের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই সেমিনারে বিক্ষোভ দেখান বাম ছাত্ররা। তখন থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল ক্যাম্পাসে।