লিড নিউজ

এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হতে পারে সিএএ বিরোধী প্রস্তাব

বাংলার বিধানসভায় পাশ হতে পারে নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে প্রস্তাব। কেরল, পাঞ্জাবের পর একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে মহারাষ্ট্র। আজই কংগ্রেসের শীর্ষ নেতা আহমেদ প্যাটেল জানান, কংগ্রেস–শাসিত সব রাজ্যেই এই সিএএ বিরোধী প্রস্তাব বিধানসভায় নিয়ে আসা হবে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন, ‘‌সব রাজ্যেরই উচিত বিধানসভায় সিএএ’‌র বিরুদ্ধে প্রস্তাব পাশ করা।’‌ অর্থাৎ তিনিও এই প্রস্তাব পাশ করাবেন বলে ইঙ্গিত দিয়ে রাখলেন।
বাংলার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এখন সবচেয়ে বড় ট্রেন্ডিং খবর বলে দেখা দিয়েছে। একইসঙ্গে এনপিআর প্রক্রিয়া রাজ্যে চালু করার আগে সেটা যেন সবাই ভাল করে পড়ে দেখেন। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আবেদনই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব উত্তরপূর্বের রাজ্যগুলি এবং দেশের সবকটি বিরোধীশাসিত রাজ্যের সরকারের কাছে আবেদন জানিয়ে মমতা বলেছেন, ‘ত্রিপুরা, অসম, মণিপুর এবং অরুণাচল প্রদেশ–সহ উত্তরপূর্বের সব রাজ্যকেই আমার আবেদন এনপিআর চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভাল করে পড়ে দেখুন। আমি তাদের অনুরোধ করব এতে অংশগ্রহণ না করতে।‌ কারণ এটা খুবই মারাত্মক। আমি সব রাজ্যকেই আবেদন করব সিএএ–র বিরুদ্ধে প্রস্তাব পাশ করতে এই মর্মে যে, এটা প্রত্যাহার করতে হবে।’‌
মুখ্যমন্ত্রী এদিন জানান, বিরোধী দলগুলি রাজি থাকলে আমরা এই নিয়ে একটি বৈঠক করব। ৩–৪ দিনের মধ্যে বাংলার বিধানসভাতেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হবে। দেশের অন্যান্য রাজ্যের সরকারের প্রতিও একই কাজ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও কপিল সিবাল, সলমান খুরশিদ–সহ দলের বিভিন্ন শীর্ষ নেতার গলায় সিএএ কার্যকর করা নিয়ে সুর শোনা যাচ্ছে।