প্রথা ভেঙে এবার যৌথভাবে দুইজনকে দেওয়া হয়েছে বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বুকার পুরস্কার। লন্ডনের স্থানীয় সময় সোমবার রাতে এই পুরস্কারের জন্য কানাডার লেখক মার্গারেট অ্যাটউড এবং যুক্তরাজ্যের লেখক বার্নাডাইন এভারিস্তোর নাম ঘোষণা করা হয়। জানা যায়, ‘দ্য টেস্টামেন্টস’ বইয়ের জন্য অ্যাটউড এবং ‘গার্ল, উইমেন, আদার’ বইয়ের জন্য পুরস্কার পাওয়া বার্নাডাইডনকে পুরস্কারের অর্থ ৫০ হাজার পাউন্ড সমানভাগে ভাগ করে দেওয়া হবে। এর আগে যৌথভাবে দুইজনকে বুকার পুরস্কার দেওয়া হলেও ১৯৯২ সাল থেকে এই নিয়ম বাদ হয়ে যায়। ওই বছর কর্তৃপক্ষ যৌথভাবে দুইজনকে আর পুরস্কার না দেওয়ার ঘোষণা দেয়। তবে এবার সেই নিয়ম ভেঙে ফেলল কর্তৃপক্ষ। প্রতি বছর গত এক বছরে প্রকাশিত শ্রেষ্ঠ পূর্ণ-দৈর্ঘের উপন্যাসকে এই পুরস্কারটি দেওয়া হয়।
You must be logged in to post a comment.