জনপ্রিয় নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে কাজ করতে যাচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পরিচালকের ‘বিসর্জন’ এবং ‘বিজয়া’ ছবিতে কাজ করেছিলেন জয়া। পাশাপাশি এই ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে। এবার জানা গেল ছবিতে জয়ার জুটি হচ্ছেন বরেণ্য অভিনেতা কৌশিক সেন।
দুই মহিয়সী নারী চরিত্র নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। যদিও পরিচালক তা নিয়ে কোনও কথা বলতে নারাজ। তবে যা জানা গেছে তা হলো, দুই নারীর একজনকে কৌশিক সেনের স্ত্রী এবং অন্যজনকে সাবেক ভূমিকায় দেখা যাবে। বিভিন্ন ঘটনাক্রমে এক সমান্তরাল পথেই হাঁটবে এই তিনজনের জীবন।
এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘শূন্য এ বুকে’- তে কাজ করেন কৌশিক সেন। আবারও একবার একসঙ্গে এই অভিনেতা-পরিচালক জুটিকে দেখা যাবে।