চলতি বছরের এপ্রিলে আকাশে সুপারমুনের দেখা মিলবে। তবে ভারতের আকাশে রাতে নয়, দিনের আলোতে এ চাঁদের দেখা মিলবে বলে জানা গেছে। এ সুপারমুনের নামকরণ করা হয়েছে গোলাপি চাঁদ হিসেবে। সুপার পিঙ্ক মুন পৃথিবী থেকে ৩৫৬,৯০৭ কিলোমিটার দূরে থাকছে। পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব ৩৮৪,৪০০ কিলোমিটার।
বলা হচ্ছে এটা চলতি বছরের উজ্জ্বলতম এবং বৃহত্তম পূর্ণিমা হতে চলেছে। তবে সকালবেলা হওয়ায় ভারতের মানুষ এ ঘটনাটা দেখতে পাবেন না। পূর্ণিমার চাঁদের নামকরণের বিষয়টি সাধারণত আমেরিকান অঞ্চল এবং ঋতুগুলোর ওপর নির্ভর করে। ‘গোলাপি চাঁদ’ নামটি গোলাপি ফুলের নামের ওপর ভিত্তি করে দেয়া। এ ফুল উত্তর আমেরিকার পূর্ব দিকে বসন্তকালে ফোটে এবং এটি মোটেও চাঁদের রঙ নয়।