জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক সাত বছরের বিবাহবার্ষিকীতে জীবনের সবচেয়ে প্রতীক্ষিত সুখবরটি জানালেন। ‘জীবনের সেরা অনুভব’ হিসেবে তার মাতৃত্বের অনুভূতির কথা প্রকাশ করলেন। কোয়েল আর নিসপাল সিংহ রানে সাত বছর আগেই ঘর বেঁধেছেন। স্বভাবতই তাদের ঘরে নতুন অতিথির জন্য দীর্ঘদিনের অপেক্ষা। তাই কোয়েল ও রানে-সহ গোটা পরিবার এখন প্রচণ্ড খুশি।
অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, ‘অনেক পুরস্কার। দারুণ চরিত্র। সব কিছুর চেয়ে আলাদা এই অনুভূতি; এবং এটাই আমার জীবনের সেরা অনুভব।’
কোয়েলের স্বামী রানেও খুব উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘টেনশনও হচ্ছে, আনন্দও হচ্ছে। এখন আমরা এপ্রিলের অপেক্ষায়।’
এপ্রিলের শেষের দিকে আসছে সে, যার অপেক্ষায় মল্লিক ও সুরিন্দর সিংহ পরিবার। কোয়েল বলেন, ‘শুধু রানেই নয়, টেনশন করছেন বাবাও। সারাক্ষণ বলছেন, ‘এটা করিস না, ওটা করিস না, সাবধানে থাক।’
২০১৯-এর শেষ থেকে ভালো সময় শুরু হয়েছিল। ‘মিতিন মাসি’র দুর্দান্ত সাফল্য এবং ঠিক তার কিছুদিন পরেই কোয়েলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আসে। সোশ্যাল মিডিয়ায় সুখবরটি কোয়েল নিজেই পোস্ট করেন।
‘জীবনে ওঠাপড়ার মধ্যেই নতুন জীবনের শব্দ ভিতরে শুনতে পাচ্ছি আমি…। এই গ্রীষ্মে আমাদের সন্তানের আগমনের অপেক্ষায় আমরা।’ এই উদ্ধৃতির পর একটি শব্দ ব্যবহার করেন কোয়েল, ‘আশীর্বাদ’।