প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। ওই সিনেমায় কালামের ভূমিকায় জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়ালকে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি পরেশ রাওয়াল এক টুইটে জানিয়েছেন, বায়োপিকে এপিজে আব্দুল কালামের ভূমিকায় তাকে নেয়া হয়েছে। দুবছর ধরে ছবিটি তৈরি নিয়ে কথা চলছে বলেও তিনি জানান।
বায়োপিকটি যৌথভাবে প্রযোজনা করবেন অভিষেক আগরওয়াল এবং অনিল সুনকারা। আগামী কয়েক মাসের মধ্যেই ছবির শ্যুটিং শুরু হবে। গত কয়েক বছরে চলচ্চিত্রে বায়োপিকের যেন ধুম লেগেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার আজাহার উদ্দিন, বালসাহেব ঠাকরে, এনটি রামা রাও প্রমুখের জীবনী নিয়েও হয়েছে চলচ্চিত্র। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে বিজ্ঞানী এপিজে আব্দুল কালামের।
এপিজে আব্দুল কালাম ১৯৩১ সালের ১৫ অক্টোবর ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির (বর্তমানে তামিলনাড়ু রাজ্য) রামেশ্বরমের এক তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থনে রাষ্ট্রপতি মনোনীত হত। ২০১৫ সালের ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।