ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানে গত গত ১১ সেপ্টেম্বর থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আশার খবর হচ্ছে আড়াই মাসের চিকিৎসার পর তার অবস্থা এখন উন্নতির দিকে। এরই মধ্যে তার পরিবার কোটি টাকারও বেশি খরচ করে ফেলেছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
এদিকে এন্ড্রুকিশোরের চিকিৎসা শেষ করতে আরও দুই কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। তার সঙ্গে এন্ড্রু কিশোরের কথা হয়েছে বলে জানান তিনি। দেশেবাসীকে এন্ড্রু কিশোরের পাশে দাঁড়াতেও আহ্ববান জানিয়েছেন এ সঙ্গীত পরিচালক। এরই মধ্যে প্রবাসীরা তাকে সহযোগিতার জন্য ফান্ড করেছেন।সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের সঙ্গে আছেন স্ত্রী লিপিকা এন্ড্রু।
You must be logged in to post a comment.