পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা মুম্বাই, হরিয়ানা ও হায়দরাবাদ এলাকায় থাকতেন। জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) আতঙ্কে সীমান্ত পার হতে চেয়েছিলেন তারা। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা গোপালনগর থানার বামুনডাঙ্গা এলাকা থেকে পুলিশ ও বিএসএফ ৩১ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ৭ জন নারী ও ৪ জন শিশু। এ সময় এক দালালকে গ্রেপ্তার করা হয়। ওই দালালের মাধ্যমে তাঁরা ভারত ছেড়ে সীমান্ত পার হতে চেয়েছিলেন। একই দিন বনগাঁও ও গাইঘাটা থানা এলাকা থেকে আরও ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা বলছেন, নির্মাণশিল্পের শ্রমিক তারা। কর্মক্ষেত্রের পাশেই ঝুপড়ি বানিয়ে থাকতেন। এনআরসি-আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকার প্রোমোটাররা তাদের কাজ দেওয়া বন্ধ করে দেন। তাই তারা ওই রাজ্য সীমান্তের দিকে চলে যাওয়ার উদ্যোগ নেন।
