পরিবারের সবার সঙ্গে মহাশিবরাত্রি পালন করলেন ঋত্বিক রোশন। আর সেই উদযাপনে সঙ্গী হলেন তার সাবেক স্ত্রী সুজান খানও। এই তারকার শিবরাত্রি উদযাপনের মুহূর্তগুলোর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। রোশন পরিবারের সবার সঙ্গে মহাশিবরাত্রি পালন করতে গিয়ে প্রিয় দিদার অভাব অনুভব করছিলেন ঋত্বিক রোশন।
ইনস্টাগ্রামে তাদের বেশ কয়েকটি ছবি শেয়ার করে ঋত্বিক লেখেন, তোমাকে মিস করছি দিদা। আমাদের সবার মাঝে তুমি যে মূল্যবোধ দিয়ে গেছ, তার জন্য ধন্যবাদ। আমার মায়ের জন্যও আমি গর্বিত। তুমিই আমার কাছে গোটা বিশ্ব।
রোশন পরিবারের কোনো বর্তমান সদস্য নন সুজান খান। কিন্তু সাবেক সদস্য হয়েও বরাবরই সদর্প উপস্থিতি নিয়ে সবসময়ই উজ্জ্বল থাকেন ঋত্বিকের সাবেক স্ত্রী। এদিনেও রোশন পরিবারের উৎসবে তিনি তার সন্তানদের সঙ্গে উপস্থিত হন। আর এজন্যই যেন ঋত্বিকও লেখেন, আমার মনে হচ্ছে একটি পরিবার হয়ে আমরা সবাই আজ দারুণভাবে একে অপরের জন্য কিছু করলাম।
গত বছরটা বেশ সফলভাবে কাটিয়েছেন ঋত্বিক। ‘সুপার ৩০’ ও ‘ওয়ার’র মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শক-ভক্তদের মাতিয়ে রেখেছেন। ঋত্বিক এখন তার বাবা রাকেশ রোশন পরিচালিত সুপারহিরো সিনেমা ‘কৃষ ৪’ নিয়ে ব্যস্ত।