বিজ্ঞান-প্রযুক্তি

উবারের উড়ন্ত ট্যাক্সি

হুন্দাইয়ের সঙ্গে এক জোট হয়ে উবার এবার উড়ন্ত ট্যাক্সি আনতে যাচ্ছে। সম্প্রতি এস-এ১ নামের একটি কনসেপ্ট এয়ারক্রাফট সামনে এনেছে কোম্পানিটি। সিইএস ২০২০ ইভেন্টে এই এয়ার ট্যাক্সির কনসেপ্ট ভার্সন প্রদর্শন করা হয়েছে। উবার বেশ কয়েক মাস ধরেই এয়ার ট্যাক্সি লঞ্চের কথা বলছে। এবার সেই পথে সামিল হলো হুন্দাই।

এই ট্যাক্সি তৈরি হলে বিভিন্ন শহরে আকাশপথে দ্রুত চলাফেরা করা যাবে। নতুন এয়ার ট্যাক্সি টেক অফ ও ল্যান্ডিংয়ের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির কাজ করবে উবার ও হুন্দাই। উপর-নিচে ল্যান্ডিং ও টেক-অফ করবে এই এয়ার ট্যাক্সি। প্রথম এই প্রযুক্তি সামনে এনেছিল নাসা। পরে বিভিন্ন কোম্পানিকে উদ্বুদ্ধ করতে জনসমক্ষে এই প্রযুক্তি নিয়ে আসে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

এই উড়ন্ত ট্যাক্সি সর্বোচ্চ ২৯০ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারবে। মাটি থেকে ১০০০ থেকে ২০০০ ফুট উপরে উড়বে এই যান। সম্পূর্ণ ইলেকট্রিকে চলা এই ট্যাক্সি একবারে ১০০ কিমি পর্যন্ত উড়তে পারবে। যানটি পাঁচ থেকে সাত মিনিট চার্জ করে আবার আকাশে পাড়ি দিতে পারবে বলে জানিয়েছে এই কোম্পানি।