দেশ

উপত্যকা সফরে কেন্দ্রীয় মন্ত্রীরা

জম্মু–কাশ্মীরের বাস্তব পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাই বিদেশি প্রতিনিধিদের পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা পা রাখতে চলেছেন জম্মু–কাশ্মীরে। একদিকে জনসংযোগ অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলের সাধারণ মানুষকে পাশে পাওয়ার প্রচেষ্টায় আগামী সাতদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন মন্ত্রীরা। তাই সফরের আগে মন্ত্রীদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কী সেই বিশেষ বার্তা?‌ জানা গিয়েছে, শুক্রবার একটি বৈঠক করেন মোদী। সেই বৈঠকে মোদী মন্ত্রীদের জানান, কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বার্তা অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শহরাঞ্চলে না গিয়ে যাতে গ্রামাঞ্চলেও যান সেই ব্যাপারেও মন্ত্রীদের স্পষ্ট বার্তা দিয়েছেন মোদী। সাধারণ গ্রামবাসীর সঙ্গে আলোচনা করার জন্যও মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মোদী।
এই সফরে রয়েছেন, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল, জীতেন্দ্র সিংহ, রবিশঙ্কর প্রসাদ, কিরেন রিজিজু প্রমুখ। কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা আর মেহবুবা মুফতি এখনও বন্দি রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীদের এই সফরের ব্যাপারে অবশ্য সরকারকে তোপ দেগেছে বিরোধীরা। কেন তাদের কাশ্মীরের বিভিন্ন প্রান্তে যেতে দেওয়া হচ্ছে না?‌ বিরোধীরা সেই প্রশ্নই তুলেছেন।