বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন উদ্ধব ঠাকরে। ওই শপথগ্রহণ অনুষ্ঠান হবে মুম্বইয়ের শিবাজি পার্কে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আসলে বিরোধী জোটের সূচনা তো বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরেই। তাই এই মহারাষ্ট্রের শিবাজি পার্কের ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হল বাংলার নেত্রীকে।
এদিকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই শপথগ্রহণ অনুষ্ঠানে কি নিমন্ত্রিত থাকবেন? প্রশ্ন করা হয় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে। উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা সবাইকেই আমন্ত্রণ জানাব। এমনকী অমিত শাহকেও আমরা নিমন্ত্রণ করব।’ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে অমিত শাহের ভূমিকায় যে একদা জোটসঙ্গী শিবসেনা অত্যন্ত ক্ষুব্ধ তা এই মন্তব্যেই স্পষ্ট।
অন্যদিকে মমতার সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলেও খবর। আমন্ত্রণ জানানো হবে অখিলেশ যাদব এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে শিবসেনা, কংগ্রেস ও এনসিপি নেতারা বৈঠক করে ১ ডিসেম্বর শপথগ্রহণ করা হবে বলে জানান। পরে অবশ্য দিন পরিবর্তন করে তা ২৮ নভেম্বর করা হয়। মুম্বইয়ের শিবাজি পার্কে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। আজ মহারাষ্ট্র বিধানসভায় শপথ নেন রাজ্যের নবনির্বাচিত বিধায়করা। শপথ নেন অজিত পাওয়ার, আদিত্য ঠাকরে, রোহিত পাওয়ারের মতো নেতা। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানের লক্ষনীয় ছবি হল, বিদ্রোহী অজিত পাওয়ারকে গিয়ে জড়িয়ে ধরে স্বাগত জানান শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে।
