কোনও পরিকল্পনা ছাড়া আচমকা ২১ দিনের লকডাউন ঘোষণা করে দেওয়ায় বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার ২১ দিনের লকডাউনের মেয়াদ বাড়ার সম্ভাবনা উড়িয়ে দিল কেন্দ্র। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লকডাউনের মেয়াদ বাড়তে পারে, এমন গুজব বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়েছে। এই খবরের কোনও ভিত্তি নেই। ফলে ১৪ এপ্রিলের পর লকডাউন উঠে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
দেশের মানুষের রোষ আরও বাড়ার আগেই তাই আত্মরক্ষার্থে অবিলম্বে পদক্ষেপ করল সরকার। সোমবার কেন্দ্র সাফ জানিয়ে দিল, লকডাউনের সময়সীমা বাড়ানোর খবর পুরোটাই গুজব। সোমবার সকালে মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা বলেন, ‘এই ধরনের রিপোর্ট দেখে আমি তাজ্জব। লকডাউন বাড়ানোর কোনও পরিকল্পনাই নেই।’ আর এই খবর চাউর হতেই খানিকটা স্বস্তি মিলল বাজার–হাট–খেটে খাওয়া মানুষের জীবনে।
কেন্দ্রের মিডিয়া সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো বিবৃতি দিয়ে জানিয়েছে, সরকার ২১ দিনের লকডাউনের মেয়াদ বাড়াবে। এমন গুজব মিডিয়া রিপোর্টে ছড়িয়েছে। ক্যাবিনেট সেক্রেটারি এমন খবর অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এই গুলি সব ভিত্তিহীন। কেন্দ্রের এই ঘোষণার পর কিছুটা হলেও স্বস্তির শ্বাস পড়েছে দেশবাসীর। কেন্দ্র ঘোষিত লকডাউন উঠবে আগামী ১৪ এপ্রিল মধ্যরাতে।
