নিজেকে তিনি প্রমাণ করেছেন। তাই নতুন করে আর প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সমাজের পাশে দাঁড়ানোর দরকার আছে। তাই তো তিনি ইস্তফা দিয়ে সমাজের কাজে নিয়োজিত হতে চলেছেন। হ্যাঁ, তিনি বিল গেটস। যিনি পথ দেখিয়ে দাঁড় করিয়েছিলেন মাইক্রোসফটকে। আর মাইক্রোসফটের পক্ষ থেকে ঘোষণা করা হল সংস্থার সহ–প্রতিষ্ঠাতা বিল গেটস বোর্ড অফ ডিরেক্টরস দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। কারণ আগামীদিনে তিনি আরও বেশি সময় সমাজসেবায় যুক্ত থাকতে চান।
সংস্থা সূত্রে খবর, এক দশকেরও বেশি সময় ধরে সংস্থার দৈনন্দিন কাজ থেকে নিজেকে প্রায় সরিয়েই নিয়েছিলেন বিল গেটস। স্ত্রী মেলিন্ডার সঙ্গে মিলে শুরু করেছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সেই পথ চলা শুরু। মেধার দৌলতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধুই এগিয়ে গিয়েছেন, আর প্রমাণ করেছেন তিনি গুড, বেটার অ্যান্ড বেস্ট।
মাইক্রোসফটের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চিফ এগজিকিউটিভ সত্য নাদেলা জানান, এত বছর ধরে বিলের সান্নিধ্যে থাকা এবং ওঁর থেকে বহু বিষয়ে শিক্ষা পাওয়ার যে অভিজ্ঞতা তা আমার কাছে এক বিশাল বড় প্রাপ্তি। বিল এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন একটা বিশ্বাস নিয়ে। উনি আস্থা রেখেছিলেন সফটওয়্যারের ডেমোক্রেটাইজিং ক্ষমতার উপরে। চেয়েছিলেন সমাজের কিছু সমস্যার সমাধান করতে। ওঁর এই ভাবনাই মাইক্রোসফট এবং এই দুনিয়াকে আরও সুন্দর করে তুলেছে। তবে সব পদ থেকে ইস্তফা দিলেও আগামীদিনে মাইক্রোসফটের টেকনিকাল অ্যাডভাইজার হিসেবে সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন তিনি।