ইরাকে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৪০ জন নিহত হয়েছে।
শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অন্তত দু’জন নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার সেল দ্বারা আঘাতপ্রাপ্ত হয় বলে অভিযোগ উঠেছে। নিহতদের প্রায় অর্ধেক আধা সামরিক বাহিনী ও সরকারি কার্যালয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান। জানা যায়, বিক্ষোভকারীরা আরও কর্মসংস্থান, উন্নত সরকারি পরিষেবা ও দুর্নীতি বন্ধের দাবিতে আন্দোলন করছে। বিক্ষোভ শুরু হওয়া মাত্রই ইরাকের পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে। ইরাকি অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া তথ্য অনুযায়ী, গতকালের এই বিক্ষোভে বাগদাদসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বাশরা, মায়াসান, ধিকার এবং মুত্থানায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকজুড়ে বিক্ষোভ ও সহিংসতায় প্রায় ২ হাজার মানুষ আহত হয়েছে।